টাঙ্গাইলে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শুক্রবার (৯ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ৬টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মেহেরীর খাদিজা লতা, বঙ্কিম কুমার চৌধুরী, মিরাজ ইসলাম শুভ, জুয়েল, মিজানুর রহমান, নাছির উদ্দিন, খাইরুল ইসলাম তালহা এবং আরিফ।
সখিপুর, ঘাটাইল, মির্জাপুর, বাসাইল, গোপালপুর এবং মধুপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি তারা। আসামিদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

