কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্য হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মোহাম্মদ নুরুল আমিন জালিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের হেলাল উদ্দিন ও তার ছোট ভাই সরওয়ার আলম দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটির ব্যবসা করে আসছে। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে পাহাড় কাটতে গেলে ডাম্পারের শ্রমিক মো. নুরুল আমিন মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
জালিয়াপালং বিট অফিসার রোকনুজ্জামানের জানান, খবর পেয়ে বন বিভাগের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। শ্রমিকের মৃত্যর ঘটনার পর হেলাল উদ্দিন ডাম্পার নিয়ে পালিয়ে গেছে।
ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, মাটির ব্যবসাসী হেলালের বিরুদ্ধে বনবিভাগের একাধিক মামলা রয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ নুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

