পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ১০ বছরের জন্য মোট ৩ হাজার ৬০০ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিলামে সপ্তম ও অষ্টম দলের মালিকানা বিক্রি করা হয়।
নিলামে এফকেএস গ্রুপ ১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে সপ্তম দলের মালিকানা অর্জন করে। দলটি হায়দরাবাদ শহরের নামে পিএসএলে অংশ নেবে। চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছরে ফ্র্যাঞ্চাইজিটিকে পিসিবিকে দিতে হবে মোট ১ হাজার ৭৫০ কোটি রুপি।
অষ্টম দলের জন্য একাধিক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত ওজেড ডেভেলপার্স ১৮৫ কোটি পাকিস্তানি রুপিতে দলটির মালিকানা নেয়। নতুন এই ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট শহরের নামে পিএসএল খেলবে এবং আগামী ১০ বছরে পিসিবিকে পরিশোধ করবে ১ হাজার ৮৫০ কোটি রুপি।
এদিকে, পিএসএলের গত মৌসুমের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে পিসিবির ১০ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন চুক্তির আওতায় কোয়েটা গ্লাডিয়েটর্স, করাচি কিংস, লাহোর কালান্দার্স, পেশাওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড চুক্তি নবায়ন করেছে।
তবে একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে মুলতান সুলতান্স চুক্তি নবায়ন করেনি। ফলে আগামী মৌসুমে দলটির মালিকানায় থাকবে পিসিবি। বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি।

