সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান। ২১ বছর বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
গত শনিবার (৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনার শিকার হন আথিরা। ঘটনাস্থলেই মারা যান তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত আনুমানিক আড়াইটার দিকে ডান লেনে মোটরসাইকেল চালাচ্ছিলেন আথিরা। এ সময় পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আথিরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে তার বাবার খাবারের দোকানে ভারতীয় জনপ্রিয় ফ্ল্যাটব্রেড ‘রুটি কানাই’ দক্ষতার সঙ্গে উল্টানোর ভিডিও তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

