শীত নিবারণে সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁওয়ে কর্মরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হাড় কাঁপানো শীতে জেলার সীমান্ত এলাকার ২০০ জন অসহায় মানুষের মাঝে তারা শীতবস্ত্র বিতরণ করেছে।
বৃহস্পতিবার বিকালে রাণীশংকৈল উপজেলার জগদল কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ ছাড়া ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র পেয়ে শীতার্তরা স্বস্তি প্রকাশ করেন।
এ সময় বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিজিবি জনকল্যাণমূলক কার্যক্রম এবং দুর্যোগময় সময়ে জনসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব ও তাদের জীবনে একটু উষ্ণতা ছড়িয়ে দেওয়াই এই কম্বল বিতরণের মূল উদ্দেশ্য। সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে আরও মানবিক করে গড়ে তোলা সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

