টার্গেট লিস্টে সবার ওপরে তুমি— ভেনেজুয়েলার মন্ত্রীকে যুক্তরাষ্ট্রের হুমকি

0
টার্গেট লিস্টে সবার ওপরে তুমি— ভেনেজুয়েলার মন্ত্রীকে যুক্তরাষ্ট্রের হুমকি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 

তাকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে সহায়তা না করলে ‘টার্গেট লিস্টে সবার ওপরে’ থাকার হুমকি দেওয়া হয়েছে। আর এই খবরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দেশটির রাজনীতিতে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে কড়া বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। 

এই বার্তায় বলা হয়েছে, তিনি যদি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে যুক্তরাষ্ট্রের দাবিগুলো মানতে সহায়তা না করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে তাকে টার্গেট লিস্টের শীর্ষে রাখা হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত অজ্ঞাত তিনটি সূত্রের বরাতে এই তথ্য সামনে এনেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সূত্রগুলোর একটির ভাষায়, ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর হাতে। এছাড়া অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অল্প কিছুসংখ্যক ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন হিসেবে দেখা হচ্ছে দিয়োসদাদো কাবেলোকে— যাদের ওপর ভরসা করে ট্রাম্প প্রশাসন অন্তর্বর্তী সময়ে স্থিতিশীলতা বজায় রাখতে চায়।

আরও বলা হয়, কাবেলোর সঙ্গে রদ্রিগেজের দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকায় যুক্তরাষ্ট্র বিশেষভাবে উদ্বিগ্ন— তিনি ভেনেজুয়েলার স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে পারেন। তাই একদিকে তার সহযোগিতা নিশ্চিত করতে চাপ দেওয়া হচ্ছে। অন্যদিকে কীভাবে ধীরে ধীরে তাকে ক্ষমতার বাইরে নিয়ে নির্বাসনে পাঠানো যায়— সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানিয়েছে।

এদিকে সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর এবার দেশটি থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। 

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা হয়েছে। এর আওতায় প্রথম ধাপে ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের কিন্তু নিষেধাজ্ঞার আওতাভুক্ত’ অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তর করতে সম্মত হয়েছে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে প্রচলিত দরে এই তেল বিক্রি করা হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা—উভয় দেশের জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও বলেন, “এই তেল স্টোরেজ জাহাজে করে সরাসরি যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে এবং বাজারমূল্যে বিক্রি করা হবে। পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ আমি যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে দিয়েছি।”

এ বিষয়ে আরও তথ্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে তেল পাঠানোর বিষয়ে সম্মতি দিয়েছে এবং প্রক্রিয়াও শুরু হয়েছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here