বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

0
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে আটক তিন জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বরিশালের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভ্র জ্যোতি বড়াল জরিমানা করেন। 

দন্ডিতরা হলেন-হিজলা উপজেলার বাউশিয়া এলাকার জেলে জয়নাল আবেদীন, ধুলখোলা এলাকার শাকিল রাঢ়ি ও একই এলাকার বাসিন্দা লোকমান ঢালী। 

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে বিশেষ কম্বিং অভিযান চলছে। ধারাবাহিকতায় মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তিনজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ও মুচলেকা দিয়ে জেলেরা মুক্ত হয়েছেন। উদ্ধার করা জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here