থালাপাতি বিজয়কে তলব সিবিআইয়ের

0
থালাপাতি বিজয়কে তলব সিবিআইয়ের

ভারতের দক্ষিণী সুপারস্টার অভিনেতা ও তামিলনাড়ুর নতুন রাজনৈতিক দল-তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়কে তলব করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। সিবিআইয়ের দেওয়া নোটিশে তদন্তের অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি তাকে নয়াদিল্লিতে হাজির হতে বলা হয়েছে। 

গত বছরের ২৭ সেপ্টেম্বর কারুর-ইরোড হাইওয়ের ভেলুসামিপুরমে বিজয়ের একটি বিশাল জনসভা আয়োজিত হয়। ওইদিন পদদলিত হয়ে অন্তত ৪১ জন প্রাণ হারায় এবং অন্তত ৬০ জন আহত হন।

এ ঘটনায় দেশিটির সুপ্রিম কোর্টের বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং এন.ভি. আনজারিয়ার দ্বৈত বেঞ্চ সিবিআইকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে একটি তিন সদস্যের পর্যবেক্ষণ কমিটিও গঠন করা হয়েছে।

এ ঘটনায় বিজয় চেন্নাইয়ের কাছে মামল্লাপুরমের একটি রিসোর্টে নিহতদের পরিবারের সাথে দেখা করেন। তিনি এই ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চান।এদিকে অভিনেতার নতুন সিনেমা ‘জন নায়গন’ নিয়ে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা। ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র মেলেনি। নির্মাতার দাবি, ১৮ ডিসেম্বর সিনেমাটি জমা দেওয়া হলেও বোর্ড বিভিন্ন সংশোধনী চেয়েছে। সময়মতো সেন্সর বোর্ডের সার্টিফিকেট না পাওয়ায় থিয়েটারে অগ্রিম টিকিট বুকিং শুরু করা যাচ্ছে না। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here