ভিসা বন্ড প্রায় তিন গুণ বাড়াল যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশও

0
ভিসা বন্ড প্রায় তিন গুণ বাড়াল যুক্তরাষ্ট্র, তালিকায় আছে বাংলাদেশও

যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ বা জামানতের পরিমাণ প্রায় তিন গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এ তালিকায় বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নাম যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ডের নতুন তালিকা প্রকাশ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসাবে)।

ভিসা বন্ড কী
ভিসা বন্ড মূলত একটি আর্থিক জামানত ব্যবস্থা। নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে সাময়িক ভিসা দেওয়ার আগে এই জামানত নেওয়া হয়, যাতে তারা ভিসার শর্ত—বিশেষ করে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ত্যাগ—যথাযথভাবে পালন করেন।

প্রতিবছর যুক্তরাষ্ট্রে হাজার হাজার বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মী অস্থায়ী নন-ইমিগ্র্যান্ট ভিসায় প্রবেশ করেন। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হয়ে থাকে। কোনো নন-ইমিগ্র্যান্ট ভিসাধারী যদি অনুমোদিত সময় অতিক্রম করে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, তবে সেটিকে ভিসা ওভারস্টে হিসেবে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here