ঢাকার কেরানীগঞ্জে শীতার্ত বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের অপন ঘর ফাউন্ডেশন বৃদ্ধাশ্রমে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বৃদ্ধাশ্রমে বসবাসরত বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কিছু সময় কাটান। পরে আশ্রমে থাকা সব বৃদ্ধা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

