ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।
কেউ কেউ মাদুরোকে বন্দী করার মার্কিন সিদ্ধান্তের সমালোচনা করেছেন, আবার অনেকে ভেনেজুয়েলার স্বাধীনতার আহ্বানও জানিয়েছেন।
ভেনেজুয়েলায় অভিযানের নিন্দা জানাতে টোকিওতে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হন অনেকে। ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসের বাইরে “মার্কিন সামরিক আগ্রাসন” বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসের বাইরে “মার্কিন সামরিক আগ্রাসন” বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা।
এর আগে গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন, নিউইয়র্ক, বোস্টন, মিনেপোলিসসহ বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়।
এসময় যুদ্ধবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড–ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। কারও কারও হাতে ভেনেজুয়েলার পতাকাও দেখা যায়।
উল্লেখ্য, গত শনিবার ভোরে ফিল্মি স্টাইলে সামরিক অভিযান চালিয়ে কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে এনেছে মার্কিন বাহিনী। সূত্র: বিবিসি বাংলা

