বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি ভিনিসিউস, পাশে দাঁড়ালেন কোচ আলোনসো

0
বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি ভিনিসিউস, পাশে দাঁড়ালেন কোচ আলোনসো

দল জিতেছে বড় ব্যবধানে। উড়ন্ত জয়ে শুরু করেছে বছর। এমন ম্যাচেও কি না দুয়ো শুনতে হলো দলের এক ফুটবলারকে! নিজেদের সমর্থকদের কাছ থেকেই এমন বিরূপ অভিজ্ঞতার শিকার হতে হলো ভিনিসিউস জুনিয়রকে। তিনি অবশ্য পাশে পেলেন কোচকে। 

জাবি আলোনসো বললেন, ব্রাজিলিয়ান এই তারকা তার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন।

লা লিগায় রবিবার গন্সালো গার্সিয়ার দারুণ হ্যাটটিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদ। বাকি দুটি গোল করেন রাউল আসেন্সিও ও ফ্রান গার্সিয়া।

গোল না পেলেও ম্যাচে খারাপ খেলেননি ভিনিসিউস। তবু তাকে দুয়ো দেন সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকা সমর্থকদের একটি অংশ। গত ২০ ডিসেম্বর ঘরের মাঠেই সেভিয়ার বিপক্ষেও সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল তাকে। গত মৌসুমে ২২ গোল করা উইঙ্গার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে জালের দেখা পেয়েছেন মোটে ৫ বার। সবশেষ ১৫ ম্যাচে পাননি গোলের স্বাদ। সমর্থকদের ক্ষোভের কারণ সেটিই।

ম্যাচের পর কোচ আলোনসো বললেন, পারফর‌ম্যান্স দিয়েই ভিনিসিউস ও গোটা দল জবাব দেবে।

“পরিস্থিতি আমরা বুঝতে পারছি। ভিনিসিউস অনেক পরিণত, আমরাও। আমাদেরকে সাড়া দিতে হবে। আমরা সবাই পরস্পরের পাশে আছি। সবাই সেরাটা দিতে চাই।”

সমর্থকরা দুয়ো দিলের দলে কাছে ভিনিসিউস কতটা গুরুত্বপূর্ণ, সেটি তুলে ধরলেন আলোনসো। দুয়ো শোনার ম্যাচেও এই উইঙ্গারের পারফরম্যান্স মনে ধরেছে কোচের। তিনি নিশ্চিত, পারফরম্যান্স দিয়েই আবার সমর্থকদের মন জয় করবেন ব্রাজিলিয়ান তারকা।

“ভিনি দলে অনেক অবদান রাখছে। সে খুবই ভালো খেলেছে, ধারাবাহিকভাবে হানা দিয়েছে (প্রতিপক্ষের রক্ষণে)। সব কিছু মিলিয়ে তার কাছ থেকে আমরা যা পাই…তার পারফরম্যান্স আমার ভালো লেগেছে। সুপার কাপে সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।”

“মাদ্রিদে ভিনি গুরুত্বপূর্ণ ছিল ও আছে এবং দলের প্রধানদের একজন হয়েই থাকবে। আমি নিশ্চিত, বের্নাবেউয়ে সামনে সে তালিও পাবে। আমার কোনো সন্দেহ নেই এটা নিয়ে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here