মাহমুদউল্লাহর ফিফটিতে রংপুরের লড়াকু সংগ্রহ

0
মাহমুদউল্লাহর ফিফটিতে রংপুরের লড়াকু সংগ্রহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়েছে রংপুর রাইডার্স। রবিবার সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে দলটি।

ইনিংসের মূল ভরকেন্দ্র ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞতার ছাপ রেখে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে দলকে পথ দেখান তিনি। আগের ম্যাচে আক্রমণাত্মক রূপে দেখা গেলেও এদিন অ্যাঙ্করের ভূমিকায় থেকে ইনিংস গড়েন মাহমুদউল্লাহ। ৭টি চারের সাহায্যে ৪১ বলে ৫১ রান করে আউট হন বাংলাদেশের সাবেক এই ব্যাটার। এবারের বিপিএলে এটি ছিল তার প্রথম ফিফটি।

ওপেনিংয়ে পরিবর্তন এনে ভালো শুরু পায়নি রংপুর। দলীয় মাত্র ৩০ রানের মধ্যেই তিন ব্যাটার ফিরে যান। প্রমোশন পেয়ে ওপেন করতে নেমে কাইল মায়ার্স করেন ১১ রান, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস আউট হন ৬ রানে। তৃতীয় ব্যাটার হিসেবে তাওহিদ হৃদয় রানের খাতাই খুলতে পারেননি।

চাপের মুহূর্তে তিন নম্বরে নামা ডেভিড মালানের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে ইনিংস স্থিতিশীল করেন মাহমুদউল্লাহ। আগের দুই ম্যাচে ওপেনিংয়ে ফিফটি করা মালান এদিন করেন ৩৩ রান।

শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে স্কোর বাড়ান খুশদিল শাহ। ২১ বলে ৩৮ রানের কার্যকর ইনিংসে তিনি মারেন ২টি ছক্কা ও ৪টি চার। তার স্ট্রাইকরেট ছিল ১৮০.৯৫।

ঢাকা ক্যাপিটালসের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন জিয়া উর রহমান, তিনি নেন ২টি উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here