প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল ম্যানইউ

0
প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেল ম্যানইউ

অধারাবাহিকতা খুঁজে না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও পয়েন্ট হারাল ইংলিশ প্রিমিয়ার লিগে। গোলশূন্য প্রথমার্ধের পর উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে লিডস ইউনাইটেডের মাঠে রবিবার ১-১ গোলে ড্র করেছে হুবেন অ্যামুরির দল।

ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও দ্রুতই সমতায় ফেরে ইউনাইটেড। ব্রেন্ডেন অ্যারনসনের গোলে এগিয়ে যায় লিডস, আর অতিথিদের হয়ে সমতা ফেরান মাথেউস কুইয়া।

এই ড্রয়ের ফলে লিগে ইউনাইটেডের হতাশাজনক ধারাবাহিকতা আরও স্পষ্ট হলো। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পায়নি তারা। টানা দ্বিতীয় ড্রয়ের পর ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড, যদিও রাউন্ড শেষে আরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রথমার্ধে আক্রমণে আধিপত্য দেখালেও স্পষ্ট সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় ইউনাইটেড। বিরতির আগে তাদের মাত্র একটি শটই লক্ষ্যে ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বরং এগিয়ে যেতে পারত লিডস। ৫১তম মিনিটে দুরূহ কোণ থেকে সুইডিশ ডিফেন্ডার গুডমুন্ডসনের শট পোস্ট ঘেঁষে ঝাঁপিয়ে পড়ে ঠেকান ইউনাইটেড গোলরক্ষক।

৬২তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে কাঙ্ক্ষিত গোল পায় লিডস। নিজেদের অর্ধ থেকে পাওয়া থ্রু পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ব্রেন্ডেন অ্যারনসন।

তবে তিন মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে ইউনাইটেড। গোল হজমের পরপরই ইয়োশুয়া জির্কজিকে বদলি নামান কোচ অ্যামুরি। মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় ডাচ ফরোয়ার্ডের বাড়ানো থ্রু পাসে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে সমতা ফেরান মাথেউস কুইয়া।

এরপর দুই দলই জয়ের সুযোগ তৈরি করেছিল। ইউনাইটেডকে আবারও বাঁচান গোলরক্ষক, ওকাফোরের শট দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। ৮১তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করতে পারতেন কুইয়া, কিন্তু তার শট গিয়ে লাগে পোস্টে। অন্যদিকে যোগ করা সময়ে জোয়েল পিরোর বাঁকানো শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে গেলে হাঁফ ছেড়ে বাঁচে ইউনাইটেড।

শেষ পর্যন্ত অমীমাংসিত অবস্থায় মাঠ ছাড়ে দুই দল। এটি লিডস ইউনাইটেডের লিগে অষ্টম ড্র। ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৬ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here