ঝিনাইদহে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৬০ শিক্ষার্থী আটক

0

ঝিনাইদহ শহরে কিশোর অপরাধ প্রতিরোধে নান্দনিক উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হতে পারে সেজন্য স্কুল টাইম মনিটরিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঝিনাইদহের বিভিন্ন পার্কসহ বিভিন্ন স্থানে আড্ডা দেওয়ার সময় ৬০ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এই অভিযানের প্রথম নেতৃত্ব দিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা। সদর ওসি জানান, আজ যাদেরকে আটক করা হলো, এদের তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তীতে অপরাধ করলে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে। 

জানা গেছে, শিক্ষার্থীরা শহরের বিভিন্ন পার্কে ও গলিতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল। আবার কেউ কেউ সিগারেটও পান করছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে সদর থানায় নিয়ে আসে এবং সতর্ক করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার আশিকুর রহমান জানান, এখন থেকে ঝিনাইদহের ৬টি উপজেলায় কিশোর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এদিকে জিম্মায় ছাড়িয়ে নিতে আসা অভিভাবকেরা এরকম ব্যতিক্রমধর্মী অভিযানকে স্বাগত জানিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে প্রশংসায় ভাসছেন জেলা পুলিশ সুপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here