পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১৩ লাখ ৪ হাজার

0
পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১৩ লাখ ৪ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ভোটারদের জন্য চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী রবিবার সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ১৩ লাখ ৪ হাজার ৬৪০ জন।

ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ৫ লাখ ৮২ হাজার ৩২৯ জন বাংলাদেশে অবস্থান করছেন, আর বাকি ভোটাররা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত। লিঙ্গভিত্তিক হিসাবে ১১ লাখ ২০ হাজার ৬৫০ জন পুরুষ এবং ১ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন নারী ভোটার এই অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

দেশে এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশি ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্তরা ভোট দিতে পারবেন। এর জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।

গত ১৯ নভেম্বর থেকে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর এক প্রেস ব্রিফিংয়ে সময় বাড়ানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ব্রাজিলসহ ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বহু দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here