নোয়াখালী জেলা শহরের মাইজদীর নোয়াখালী সুপার মার্কেটে ১২০ ভরি স্বর্ণ চুরির ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়ীরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।
প্রায় ৬শ ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে মার্কেটের প্রধান ফটকের সামনে ডিসি সড়কে অবস্থান নেন। তারা দাবি করেন, বৃহস্পতিবার রাতে সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে চোরেরা স্বর্ণ চুরি করেছে। দুই দিন পার হলেও এখনও চোর শনাক্ত বা গ্রেপ্তার হয়নি, যা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।
বিক্ষোভকারীরা বলেন, মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের অপরাধ বারবার ঘটছে। তারা প্রশাসনের কাছে চুরির সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং মার্কেটে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের শনাক্তের জন্য কাজ চলছে।
এ প্রতিবাদের কারণে কয়েক ঘণ্টা মার্কেটের সব ধরনের ব্যবসা কার্যক্রম বন্ধ থাকে, যার ফলে সাধারণ ক্রেতারাও ভোগান্তিতে পড়েন। পরে ব্যবসায়ীরা ছয় দফা দাবি পেশ করেন। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর তারা শান্ত হন।
সুপার মার্কেটের সভাপতি ইকরাম উল্যাহ দিপ্তি বলেন, আমরা ব্যবসায়ীদের স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। থানায় মামলা হয়েছে এবং নিরাপত্তা বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

