এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না: অশ্বিন

0
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কেউ দেখবে না: অশ্বিন

আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে আসরকে অংশ নেওয়া দলগুলো স্কোয়াড ঘোষণা করছে। তবে টুর্নামেন্ট শুরুর এক মাস আগে বিম্ফোরক মন্তব্য করেছেন ভারতের এক সময়ের সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেল সাবেক এই তারকা স্পিনার বলেছেন, এবার কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে না। বিশ্বকাপের শুরুর দিকে খেলাগুলো দেখুন। ভারত-যুক্তরাষ্ট্র, ভারত-নামিবিয়া। এই সব ম্যাচের প্রতি দর্শকদের আকর্ষণ থাকে না। ভারত প্রথম দিকের ম্যাচগুলো ইংল্যান্ড বা শ্রীলংকার মতো দলের সঙ্গে খেললেও একটা আকর্ষণ থাকতো।

অশ্বিন আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে দেওয়ায় প্রতিযোগিতার মান কমছে। দলগুলোর মানের পার্থক্য অনেক বেড়ে গিয়েছে। এভাবে আকর্ষণ ধরে রাখা যায় না। প্রতি বছর বিশ্বকাপের মতো বড় মাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে না।

ভারতীয় এই অফ স্পিনার হাতাশা প্রকাশ করে বলেছেন, আগে চার বছর পর পর  বিশ্বকাপ হতো। প্রতিযোগিতার একটা আকর্ষণ থাকত। উত্তেজনা থাকত। এখন প্রতি বছরই আইসিসির প্রতিযোগিতা হচ্ছে। ঘন ঘন প্রতিযোগিতা হওয়ায় আকর্ষণ হারিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেছেন, জানি না আগামী বিশ্বকাপের পর এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ কী। অনেক খেলোয়াড়ের মানসিকতা ৫০ ওভারের ম্যাচের মতো নয়। খেলোয়াড় কখনও খেলার চেয়ে বড় হতে পারে না। তবু কোনও কোনও সময় কিছু খেলোয়াড়ের জন্যও প্রতিযোগিতা আকর্ষণীয় হয়ে ওঠে।ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here