হত্যা মামলার আসামি সাভার থানা যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তুর্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার রাতে রাজধানীর আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। ফয়সাল মজিদপুর এলাকার বাসিন্দা এবং যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মৃত আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া আলোচিত ছয়টি মামলার এজাহার নামীয় আসামি ফয়সাল। এসব মামলায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় সহিংস কর্মকাণ্ড করার অভিযোগও রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ফয়সালকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সহযোগী, অর্থের উৎস ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

