মানা হয়নি বেতন বাড়ানোর দাবি, জার্মানিতে ফের রেল ধর্মঘটের হুমকি

0

জার্মানিতে ফের রেল ধর্মঘটের হুমকি দিয়েছে রেল ও পরিবহন ইউনিয়ন। বেতন বাড়ানোর দাবি না মানায় ট্রেড ইউনিয়নের পক্ষ আবারও এই হুমকি দেওয়া হয়েছে।

ট্রেড ইউনিয়ন জানিয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের বেতন বাড়ানোর দাবি বাতিল করে দিয়েছে। তাই খুব শিগগিরই তারা আবার ধর্মঘট ডাকতে চলেছেন। 

ইউক্রেন যুদ্ধের পর থেকে জার্মানিতে জিনিসের দাম বেড়েছে। বিশেষ করে বিদ্যুতের মাসুল অনেকটা বেড়ে গেছে। এই আর্থিক চাপের মুখে পড়ে এক লাখ ৮০ হাজার রেলকর্মী বেতন বাড়ানোর দাবি করছেন।

কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের সব দাবি খারিজ করে দিয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, রেল কর্তৃপক্ষ তাদের অভিমত থেকে এক চুলও সরতে রাজি নয়। এই অবস্থায় ধর্মঘটে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনও উপায় নেই। সূত্র: ডয়েচে ভেলে

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here