মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে যা বললো রংপুর রাইডার্স

0
মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে যা বললো রংপুর রাইডার্স

রাজনৈতিক বৈরিতার জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরব হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। তারা স্পষ্ট করে জানিয়েছে, মুস্তাফিজের পাশে রয়েছে দলটি।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। অভিষেক আসরেই দুর্দান্ত পারফরম্যান্সে আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি, যা প্রথম কোনো বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে নজির। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মতো ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন এই বাঁহাতি পেসার।

২০২৬ মৌসুমে চেন্নাইয়ের সঙ্গে দর কষাকষির পর মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১২ কোটি টাকা। তবে ভারতের কিছু উগ্রবাদী সংগঠনের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর।

জানা গেছে, ওই গোষ্ঠীগুলো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার বিরোধিতা করে এবং হুমকিও দেয়। পরিস্থিতির চাপে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়।

এই ঘটনার পর রংপুর রাইডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ‘ক্রিকেট দেখে মেধা, দেশের সীমানা নয়। সুযোগ কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয় মাঠেই। আমরা মুস্তাফিজের পাশে আছি।’

আইপিএলের এই সিদ্ধান্তকে অনেকেই ক্রিকেটের পরাজয় হিসেবে দেখছেন, আর এমন সময়ে রংপুর রাইডার্সের অবস্থান পেয়েছে সমর্থকদের প্রশংসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here