সড়ক দুর্ঘটনার কবলে ‘পুষ্পা ২’র কলাকুশলীরা

0

এবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ‘পুষ্পা:দ্য রুল’  সিনেমার কলাকুশলীরা, একাধিক জন গুরুতর আহতও হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যদিও সিনেমা সংশ্লিষ্ট কেউ  এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি।

বুধবার তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে ‘পুষ্পা ২’ টিম বাসের সঙ্গে অন্য একটি বাসের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। আহত হন সিনেমার কয়েকজন অভিনয়শিল্পী ও কলাকুশলী।

এর আগে ঘোষণা এসেছিল, আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ পাবে ‘পুষ্পা: দ্য রুল’র প্রথম টিজার। তবে শুটিং বন্ধ হওয়ায় টিজার প্রকাশের তারিখ পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তুলেছিল ২০২১ সালে। তখনই ঘোষণা দেওয়া হয়েছিল ‘পুষ্পা: দ্য রুল’ নামে হবে এর দ্বিতীয় পর্ব। ২০০ কোটি রুপি বাজেটের ‘পুষ্পা: দ্য রাইজ’ আয় করে প্রায় সাড়ে চারশ কোটি রুপি। আর ‘পুষ্পা: দ্য রুলের’ বাজেট ৪০০ কোটি রুপি।

দ্বিতীয় সিকুয়েলেও পুষ্পার ভূমিকায় আছেন আল্লু অর্জুন। শ্রীবল্লীর চরিত্রে রাশমিকা। অভিনয় করছেন মালায়লাম তারকা ফাহাদ ফাসিলসহ অনেকে। বলিউড নায়িকা দিশা পাটানিকেও একটি আইটেম গানে দেখা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here