ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পৌর এলাকার মৌলভীপাড়াস্হ রেস্টুরেন্টে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী সৈয়দ এমরানুর রেজা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শেকড়ের বন্ধনের সংগঠক মো. জসিম উদ্দিন রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহবায়ক ভিপি আবু শামীম মো. আরিফ, পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ভিপি জহিরুল ইসলাম লিটন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীনসহ শেকড়ের বন্ধনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল বাছির।

