ময়মনসিংহের ভালুকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌর প্রশাসক ইকবাল হোসাইন।
চলমান শৈত্যপ্রবাহের শুরু থেকে প্রায় প্রতি রাতেই শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। সেই ধারাবাহিকতায় আজও কম্বল বিতরণ করেন ভালুকা পৌর প্রশাসক ইকবাল হোসাইন।
কম্বল পেয়ে শীতার্ত এক ব্যক্তি বলেন, ‘শীতে কষ্ট হচ্ছিল, হঠাৎ স্যার এসে কম্বল দিলেন। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন’।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা পৌর প্রশাসক ইকবাল হোসাইন বলেন, চেষ্টা করছি প্রকৃত শীতার্তদের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবান মানুষদের এই শৈত্যপ্রবাহে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

