পাত্তাই পেল না ঢাকা, ১০ উইকেটের জয় পেল চট্টগ্রাম

0
পাত্তাই পেল না ঢাকা, ১০ উইকেটের জয় পেল চট্টগ্রাম

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস। ১০ উইকেটের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার ১২২ রানের জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২.৪ ওভারে জয় তুলে নেয় মাহেদী হাসান-মিঠুনরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে ক্যাপিটালসের ব্যাটাররা চট্টগ্রাম রয়্যালসের বোলারদের সামনে নাকানি-চুবানি খায়।

একের পর উইকেট পতনের কারণে দলীয় স্কোরটা বড় হয়নি। শেষদিকে নাসির (১৭)-সাইফুউদ্দিনের (৩৩) জুটিতে কোনোমতে একশো পার করে ঢাকা। ১৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ঢাকা তুলতে পারে মাত্র ১২২ রান।

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি চট্টগ্রাম রয়্যালসকে। ওপেনিং জুটিতেই ম্যাচ শেষ করে দেন নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। নাঈম ৪০ বলে ৫৪ এবং রসিংটন ৩৬ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১২.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here