রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। ইতোমধ্যে বিশ্বব্যাপী হাজার কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। সফলতার পাশাপাশি এর গল্প ও নির্মাণ নিয়ে সমালোচনাও জুটেছে সমানতালে। এবার ছবিটি নিয়ে কথা বললেন ‘আন্ধাধুন’ খ্যাত নির্মাতা শ্রীরাম রাঘবন।
‘ধুরন্ধর’-এর ব্যাপক প্রশংসা করলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বক্স অফিসের সাফল্যের জোয়ারে গা ভাসিয়ে তিনি নিজের বিশেষত্ব বিসর্জন দেবেন না।
সম্প্রতি ‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে রাঘবন বলেন, ধুরন্ধর সিনেমাটি চমৎকারভাবে নির্মিত হয়েছে, এতে দুর্দান্ত অভিনয় রয়েছে। এর ব্যাপক ব্যবসা করাটাই স্বাভাবিক। কিন্তু এটি আমার সিনেমা নির্মাণের ধরন নয়। আমি যদি শুধু সাফল্যের লোভে অন্ধভাবে এই ফরম্যাট অনুসরণ করি, তবে সেটি হবে সবচেয়ে বড় বোকামি।
সিনেমা নির্মাণের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে জেমস বন্ড সিরিজের উদাহরণ দেন এই নির্মাতা। তার মতে, একটা সময় বন্ড সিরিজের সিনেমাগুলো বিনোদনধর্মী থাকলেও পরে তা অনেক বেশি গম্ভীর ও বাস্তবধর্মী হয়ে ওঠে।
রাঘবন মনে করেন, সময়ের সঙ্গে রুচির পরিবর্তন হলেও একেকজন নির্মাতার নিজস্ব চিন্তা থাকে। ‘ধুরন্ধর’-এর পরিচালক আদিত্য ধরের প্রশংসা করে তিনি বলেন, আদিত্যর কাজের প্রতি আমি মুগ্ধ। কিন্তু ওর সেনসিবিলিটি আর আমার ধরন আলাদা। আমি ওর মতো ছবি বানাতে পারব না।
প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দিনে মুক্তি পেয়েছে রাঘবন পরিচালিত নতুন সিনেমা ‘ইক্কিস’। এটি ভারতের কনিষ্ঠতম পরমবীর চক্র বিজয়ী সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের জীবনীভিত্তিক যুদ্ধকালীন ড্রামা। ছবিতে ২১ বছর বয়সী এই যুদ্ধবীরের চরিত্রে অভিনয় করছেন অগস্ত্য নন্দা। এতে তার বাবার চরিত্রে দেখা গেছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। এটিই ছিল ‘হি-ম্যান’ অভিনীত শেষ সিনেমা।

