শীতে নিজেকে ফিট রাখবেন যেভাবে

0
শীতে নিজেকে ফিট রাখবেন যেভাবে

শীতকাল এলেই অনেকের শরীরে আসে আলস্য, ব্যায়ামের অনীহা আর খাবারে বাড়তি আকর্ষণ। ফলে ওজন বাড়া, হজমের সমস্যা কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে কিছু ভালো অভ্যাস গড়ে তুললেই শীতেও নিজেকে ফিট রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক শীতকালে নিজেকে ফিট রাখবেন যেভাবে-

নিয়মিত ব্যায়াম

শীতে ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে মন না চাইলেও প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা প্রয়োজন। ঘরে বসে যোগব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা হালকা স্ট্রেচিংও উপকারী। সকালে রোদে হাঁটলে ভিটামিন ডি পাওয়া যায়, যা হাড়ের জন্য ভালো।

খাবারে ভারসাম্য

শীতে ভাজা পোড়া ও মিষ্টি খাবারের প্রতি ঝোঁক বাড়ে। তবে শাকসবজি, মৌসুমি ফল, ডাল ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি রাখুন খাদ্যতালিকায়। গরম স্যুপ শরীর উষ্ণ রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে।

পর্যাপ্ত পানি পান 

ঠান্ডায় তৃষ্ণা কম লাগলেও শরীরের পানির চাহিদা কমে না। পর্যাপ্ত পানি পান না করলে ডিহাইড্রেশন ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। গরম পানি বা হারবাল চা পান করতে পারেন।

পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি

শীতে রাত বড় হওয়ায় অনেকেই বেশি দেরি করে ঘুমান। নিয়মিত ৬-৮ ঘণ্টা ঘুম শরীর ও মন দুটোই সুস্থ রাখে। মানসিক চাপ কমাতে বই পড়া বা হালকা মেডিটেশন উপকারী।

ত্বক ও শরীরের যত্ন

শীতে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ময়েশ্চারাইজার ব্যবহার ও গরম পানিতে বেশি সময় গোসল এড়িয়ে চলুন। উষ্ণ পোশাক পরলে ঠান্ডাজনিত অসুস্থতাও কম হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here