তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায় উদ্বেগ জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

0
তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায় উদ্বেগ জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের ধারাবাহিক সামরিক মহড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ মহড়ার পর উত্তেজনা না বাড়াতে বেইজিংকে ‘সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটিকে ‘অবরোধের অনুশীলন হিসেবে পরিচালিত’ এসব যুদ্ধ মহড়া নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, চীনের আগ্রাসী ভাষা ও সামরিক তৎপরতা ‘অপ্রয়োজনীয়ভাবে’ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে। 

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, তাইওয়ান এবং অঞ্চলটির অন্যান্য দেশের প্রতি চীনের সামরিক কর্মকাণ্ড ও বক্তব্য অকারণে উত্তেজনা সৃষ্টি করছে। আমরা বেইজিংকে সংযম দেখাতে, তাইওয়ানের ওপর সামরিক চাপ বন্ধ করতে এবং অর্থবহ সংলাপে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।
 
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বলপ্রয়োগ বা চাপের মাধ্যমে বর্তমান অবস্থার একতরফা পরিবর্তনের বিরোধিতা করে।

চলতি সপ্তাহের শুরুতে চীন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন করে তাইওয়ানকে ঘিরে সামরিক তৎপরতার অনুশীলন চালায়। বেইজিং-এর দাবি, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং তারা দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, গত বুধবার চীন-তাইওয়ানের একত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।তিনি বলেন, তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের চীনারা রক্তের বন্ধন ও আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ। আমাদের মাতৃভূমির পুনঃএকত্রীকরণ সময়ের দাবিতে পরিণত হয়েছে, এটা কেউ ঠেকাতে পারবে না।

সূত্র : আল জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here