অল্পের জন্য প্রাণে বাঁচলেন এ আর রহমানের ছেলে

0

ভারতের বিখ্যাত সুরকার এ আর রহমানের ছেলে এ আর আমিন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। আমিনের গানের একটি শুটিং চলাকালীন মঞ্চে ঝাড়বাতিসহ সব কিছু ভেঙে পড়ে। তবে গুরুতর কোনো আঘাত পাননি বলে জানিয়েছেন আমিন।

সম্প্রতি সেই ভয়াবহ দুর্ঘটনার কথা ভক্তদের জানিয়েছেন এ আর আমিন। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনাস্থলের কিছু ছবি পোস্ট করেছেন। তিনি যে সেটে শুটিং করছিলেন সেখানে ঝাড়বাতি এবং সাজসজ্জার অন্য জিনিসগুলো ভেঙে পড়েছিল। যদিও আমিন কোনো আঘাত পাননি, তবে তিনি বলেছেন যে ঘটনার তিন দিন পার হয়ে গেলেও তিনি সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি। 

এদিকে, রহমানপুত্রের এমন ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন ভক্তরা। একের পর এক মন্তব্যে সাহস জোগাচ্ছেন তাকে। এমনকি পরিবারের সদস্যরাও বলছেন, সৃষ্টিকর্তা সহায় ছিল বলেই আজ আমিন বেঁচে আছেন।

এ আর রহমানের তিনটি সন্তান খাতিজা রহমান, রহিমা রহমান এবং এ আর আমিন। আমিন ২০১৫ সালে তামিল চলচ্চিত্র ‘ও কাধল কানমানি’ দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তিনি গেয়েছেন ‘মওলা ওয়া সল্লিম’ গানটি। এর পর থেকে তিনি সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’র ‘নেভার সে গুডবাই’ গানটিসহ বেশ কয়েকটি হিন্দি গান গেয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here