মরদেহের সঙ্গে ‘আপত্তিজনক ঘনিষ্ঠতা’ ভারতীয় আইনে অপরাধ নয়, অতঃপর…

0

মরদেহের সঙ্গে ‘আপত্তিজনক ঘনিষ্ঠতা’ ভারতীয় সংবিধানে অপরাধ নয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় এটিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়নি। বুধবার এমনই পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের কর্নাটক হাইকোর্ট। তাই মরদেহের সঙ্গে ‘আপত্তিজনক ঘনিষ্ঠতাকে’ অপরাধ হিসেবে গণ্য করার জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই উচ্চ আদালত।

অনেক সরকারি এবং বেসরকারি হাসপাতালের মর্গে মরদেহ পাহারা দেওয়ার জন্য নিযুক্তদের কেউ কেউ ওইসব লাশের সঙ্গে আপত্তিজনক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। একে ‘নেক্রোফিলিয়া’ বলা হয়। কর্নাটক হাইকোর্ট এই ‘নেক্রোফিলিয়া’ সংক্রান্ত একটি মামলার শুনানিতে দেশটির কেন্দ্রীয় সরকারকে ভারতীয় দণ্ডবিধি সংশোধনের জন্য সুপারিশ করেছেন। নেক্রোফিলিয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য প্রয়োজনে ভারতীয় দণ্ডবিধিতে নতুন আইন আনারও কথা বলেন বিচারপতি ভি বিরাপ্পা এবং বিচারপতি নায়েকের ডিভিশন বেঞ্চ। আদালত ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার আইনের কথা উল্লেখ করে বলেন ওই সব দেশে নেক্রোফিলিয়া একটি অপরাধ। কিন্তু ভারতে এটা অপরাধ নয়। হাইকোর্টের পর্যবেক্ষণ, “দুর্ভাগ্যবশত ভারতীয় দণ্ডবিধিতে এ নিয়ে নির্দিষ্ট কোনও আইন প্রণয়ন করা হয়নি যেখানে মরদেহের সম্মান এবং সেই সংক্রান্ত অপরাধের কথা বলা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here