ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলার ক্ষমতা যেমন সারা বিশ্বে প্রশংসিত, তেমনই তার ব্যক্তিত্বকেও সমাদৃত করছেন সতীর্থরা। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ লুকা মদ্রিচ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রোনালদো কেবল একজন অসাধারণ ফুটবলারই নয়, হৃদয়েও অত্যন্ত মহান মানুষ।
রোনালদোর সঙ্গে মদ্রিচের সম্পর্ক দীর্ঘ এবং ঘনিষ্ঠ। তারা একসঙ্গে সাত বছর রিয়াল মাদ্রিদে খেলেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগসহ বহু শিরোপা জিতেছেন। এই দীর্ঘ সময়ে মদ্রিচ রোনালদোর মানবিক দিকটি কাছ থেকে দেখার সুযোগ পান।
মদ্রিচ বলেন,’ক্রিস্টিয়ানোর সঙ্গে ঘনিষ্ঠতা অনুভব করি, কারণ আমরা মাদ্রিদে সতীর্থ ছিলাম। আমি নিশ্চিত করে বলতে পারি, সে শুধু অসাধারণ ফুটবলারের নয়, চমৎকার একজন মানুষও। তার হৃদয় অনেক বড়, সবসময় অন্যকে সহায়তা করতে মুখিয়ে থাকে।’
রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। মদ্রিচ ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে একই ক্লাবে পাড়ি জমান। ২০১৮ সালে রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে চলে যান এবং বর্তমানে সৌদি ক্লাব আল নাস্রের হয়ে খেলছেন। মদ্রিচও চলতি বছর রেয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দিয়েছেন।
তাদের রিয়াল মাদ্রিদে একসঙ্গে থাকা সময়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ এবং একবার লা লিগা জয়ের স্বাদ নিয়েছিলেন। মদ্রিচের কথায়, এই অভিজ্ঞতা কেবল খেলার নয়, বরং রোনালদোর মানবিক গুণাবলীর কাছাকাছি থেকে শেখার সুযোগও দিয়েছে।

