বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থতার পর হাসপাতালে মৃত্যুবরণ করেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। তার এই পদে নতুন সহকারী কোচ হিসেবে আশিকুর রহমান মজুমদারকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আশিকুর রহমান মজুমদারের নাম ঘোষণা করেছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ। তিনি ইতিমধ্যেই সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
আশিকুর রহমান ঘরোয়া ক্রিকেটে বেশ অভিজ্ঞ একজন কোচ। তিনি ঢাকা প্রিমিয়ার লিগের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের সহকারী কোচ হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
গত শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে ব্যস্ত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। তাদের সঙ্গেই কাজ করছিলেন মাহবুব আলী জাকি। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে মাঠে তাকে প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দেয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত সিলেটের আল হারামাইন হাসপাতালের আইসিইউতে নেয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

