বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রথমে সিডনির লাকেম্বাস্থ মাসালা রেস্টুরেন্টে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুপ্রভাত সিডনির প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক এম এ ইউসুফ শামীমের তত্ত্বাবধানে দোয়া অনুষ্ঠানের পর স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। এতে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু, লেখক ও গবেষক শিবলী আব্দুল্লাহ, উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, কুদরত উল্লাহ লিটন, লিয়াকত আলী স্বপন, সোহেল ইকবাল মাহমুদ, ডা. আব্দুল ওহাব বকুল, একেএম ফজলুল হক শফিক, মোবারক হোসেন, প্রমিথিউস সিদ্দিকী, জাকির আলম লেলিন, বেলাল হোসেন ঢালী, খাইরুল কবির পিন্টু, এএনএম মাসুম, আলমগীর ইসলাম বাবু, কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, কাউন্সিলর আশিকুর রহমান, মিনহাজ উদ্দিন, এসএম খালেদ, মশিউর রহমান তুহিন, আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সব মানুষের আপসহীন ও গণতান্ত্রিক অধিকারের সংগ্রামের প্রতীক। তাঁর রাজনৈতিক দূরদৃষ্টি, নেতৃত্ব ও দেশপ্রেম প্রবাসী বাংলাদেশিদের মাঝেও সমানভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
সভায় আগামী বৃহস্পতিবার বাদ আসর লাকেম্বা রেলওয়ে প্যারেডে বেগম খালেদা জিয়ার স্মরণে সার্বজনীন শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

