আইসিসি টেস্ট বোলারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে প্রথমবারের মতো তিনি দুই নম্বরে জায়গা করে নিয়েছেন। এই অবস্থানে তিনি যৌথভাবে রয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলির সঙ্গে।
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স দুই ধাপ অবনমিত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নোমান আলি। গত অক্টোবরে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠেছিলেন এই পাকিস্তানি স্পিনার।
টেস্ট বোলারদের শীর্ষস্থান আগের মতোই ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। তার রেটিং পয়েন্ট এখন ৮৭৯। মেলবোর্ন টেস্টে দুই ইনিংসে দুটি করে মোট চার উইকেট নেওয়া স্টার্কের রেটিং পয়েন্ট ৮৪৩। একই পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে আছেন নোমান আলিও, যিনি সর্বশেষ গত অক্টোবরে টেস্ট খেলেছিলেন।
৮৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছেন প্যাট কামিন্স। নিউ জিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৮৩৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন।
মেলবোর্ন টেস্টে পেস সহায়ক উইকেটে পাঁচ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন সাত নম্বরে। তিন উইকেট নিয়ে চার ধাপ উন্নতি হয়েছে ইংল্যান্ডের গাস অ্যাটকিনসনের। তিনি ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে ত্রয়োদশ স্থানে রয়েছেন।
ইংল্যান্ডের আরেক পেসার ব্রাইডন কার্স দ্বিতীয় ইনিংসে চারটিসহ ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন। প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নেওয়া ম্যাচসেরা জশ টং ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩০তম স্থানে জায়গা করে নিয়েছেন।
এদিকে কোনো ম্যাচ না খেলেই দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। সর্বশেষ হালনাগাদে তার অবস্থান ৫৪ নম্বরে।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মিচেল স্টার্ক দুই ধাপ নিচে নেমে যাওয়ায় বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন চার নম্বরে।

