যুদ্ধ বন্ধে রাশিয়া আলোচনার পথকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, মার্কিন সমর্থন ছাড়া ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জিততে পারবে না।
মঙ্গলবার দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটিতে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের অবস্থান তুলে ধরা হয়েছে।
সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আবাসিক ভবনে কিয়েভের ড্রোন হামলা চালানোর বিষয়কে মিথ্যা বলে অভিহিত করেছেন জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, রাশিয়া আবারও বিপজ্জনক বিবৃতি ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ বাড়াতে চাইছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করতে চাইছে তারা।
তিনি আরও বলেন, ‘এই হামলার গল্প সম্পূর্ণ বানোয়াট, যা কিয়েভের ওপর অতিরিক্ত হামলার জন্য যুক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে যুদ্ধ শেষ করতে রাশিয়ার নিজস্ব পদক্ষেপ না নেওয়ার কৌশলগত অপচেষ্টা।’
জেলেনস্কি তার ট্রাম্পের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মার্কিন সমর্থন ছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জেতার সক্ষমতা নেই। মার্কিন সমর্থন না থাকলে জটিলতা ও সমস্যাগুলোও তুলে ধরে জেলেনস্কি বলেন, ‘আমি পুতিনের ওপর বিশ্বাস করি না, তিনি ইউক্রেনের কোনো ধরনের সফলতা চান না।’
এদিকে আলোচনার মধ্যেই দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পুতিন তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। গত সোমবার দেশটির কোল-জেনারেল মিখাইল টেপলিনস্কি জানিয়েছেন, রাশিয়া ইতোমধ্যে জাপোরিঝিয়ার প্রায় ৭৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে। সেনারা জাপোরিঝিয়ার প্রধান শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

