আশুলিয়ার শিমুলিয়ায় নাল্লাপোল্লা বাজারে জামায়াতে ইসলামীর ঢাকা–১৯ আসনের নির্বাচনী অফিস উদ্বোধন

0

আখতার রাফি :- ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–১৯ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইনের নাল্লা-পোল্লা বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের নাল্লা–পোল্লা বাজারের জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা–১৯ আসনের মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি মাওলানা মো. আফজাল হোসাইন।
তিনি নিজ গ্রাম আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাল্লা–পোল্লা এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোখরেজুল হোসাইন মুকুল, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সেক্রেটারি মনিরুজ্জামান মনিরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের নৈতিক ও কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here