সিকান্দার রাজার ছোট ভাইয়ের মৃত্যু

0
সিকান্দার রাজার ছোট ভাইয়ের মৃত্যু

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার হারারেতে তার ১৩ বছর বয়সী ছোট ভাই মুহাম্মাদ মাহদি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বুধবার সামাজিক মাধ্যমে মাহদির মৃত্যু সংবাদ জানিয়ে পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। মাহদি জন্মগত রক্তক্ষরণজনিত রোগ হিমোফিলিয়ায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে তার মৃত্যু হয়। মঙ্গলবার হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এই দুঃসময়ে রাজা ও তার পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here