বর্ষসেরা একাদশ নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

0
বর্ষসেরা একাদশ নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

ফুটবলের বিশ্বসেরা একাদশ মানেই ব্রাজিলিয়ান আর আর্জেন্টাইনদের আধিপত্য। এটাই যেন চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। তবে সেরা এগারোয় জায়গা হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার কোনো ফুটবলারের। যা দুই পরাশক্তি দেশের জন্য বড় ধাক্কাই বটে।

২০১৭ সাল থেকে বছরের সেরা খেলোয়াড়দের নিয়ে বর্ষসেরা একাদশ প্রকাশ করতে শুরু করে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস’।

সেই থেকে গত আট বছরে প্রতিবারই বর্ষসেরা একাদশে আর্জেন্টিনার কেউ না কেউ ছিলেন। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত লিওনেল মেসি একাই এই তালিকায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। গত বছর বর্ষসেরা দলে মেসি না থাকলেও গোলকিপার পজিশনে ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

অন্যদিকে ২০১৭ সালে ৩ জন এবং ২০১৮, ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালে আইএফএফএইচএসের বর্ষসেরা একাদশে ব্রাজিলের একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছিলেন। তবে গত বছর বর্ষসেরা একাদশে ছিলো না ব্রাজিলের কেউ।

এবার সেরা একাদশে ফরাসি ক্লাব পিএসজির ফুটবলারই রয়েছে ছয়জন—জিয়ানলুইজি দোন্নারুম্মা, আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্দেজ। মাঝমাঠে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও পেদ্রির সঙ্গে রয়েছেন পিএসজির ভিতিনিয়া। রিয়াল ও বায়ার্ন থেকে জায়গা পেয়েছেন একজন করে।

দেশের হিসেবে এই বছরের সেরা একাদশে জায়গা পেয়েছেন, ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ের ফুটবলাররা। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের দুজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন একাদশে।

আইএফএফএইচএস বিশ্বসেরা একাদশ

গোলরক্ষক : জিয়ানলুইজি দোন্নারুমা (ম্যানসিটি)
ডিফেন্ডার : নুনো মেন্ডেস (পিএসজি), উইলিয়ান প্যাচো (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি)।
মিডফিল্ডার : ভিতিনহা (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
ফরোয়ার্ড : কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (পিএসজি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here