ঘরের মাটিতে দীর্ঘ ৭ বছর পর সিরিজ হার বাংলাদেশ দলের। মিরপুরের দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের হাতে রেখে দিয়েছে জশ বাটলারের ইংল্যান্ড। বন্দরনগরী চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়ন বাহিনী আজ নামছে স্বাগতিকদের হোয়াইটওয়াশের টার্গেটে। তামিম, সাকিব, মাহমুদুল্লাহরাও মরিয়া হারের খোলশ ছেড়ে জয়ের পথে ফিরতে। এজন্য চাই আত্মবিশ্বাসী ক্রিকেট, টেকনিক্যাল ক্রিকেট এবং সর্বোপরি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগে জ্বলে উঠার ক্রিকেট।
দুই ম্যাচ হারলেও শেষটা রাঙাতে চান টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরথ। সংবাদ সম্মেলনে এসে বলছিলেন, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’
শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।