গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

0
গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রুপিয়া বেগম (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুপিয়া বেগম বকচর খা-পাড়া গ্রামের সাদেক খানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুপিয়া বেগম মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আহত হন তিনি। মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রীও পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা খবর দিলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক রুপিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলের বাদী হয়ে অভিযোগ দায়েরের কথা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here