আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই অভিনেত্রীর মরদেহ উদ্ধার

0
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পরই অভিনেত্রীর মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে দক্ষিণ ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী সিএমের। সোমবার (২৯ ডিসেম্বর) ভারতের ব্যাঙ্গালুরুর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজের মৃত্যুর জন্য বাবা-মাকে দায়ী করে চিরকুট লিখে যাওয়ার খবরও উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। 

পুলিশ সূত্রে জানা গেছে, জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী’-তে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন নন্দিনী। কাকতালীয়ভাবে, সম্প্রতি শুটিং হওয়া ধারাবাহিকের একটি দৃশ্যে তার চরিত্রটিকে বিষপান করতে দেখা গিয়েছিল। শুটিং শেষ করে বাসায় ফেরার পর তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। প্রাথমিক তদন্তে পুলিশ একে ‌‘আত্মহত্যা’ বলে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ নন্দিনী উল্লেখ করেছেন, মা-বাবা তাকে বিয়ের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন না। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন বলেও চিরকুটে পাওয়া গেছে। তবে বিষণ্নতার অন্য কারণগুলো নিয়ে পুলিশ এখনই বিস্তারিত কিছু জানায়নি।

কর্ণাটকের পুত্তুরের বাসিন্দা নন্দিনী কাজের সুবাদে ব্যাঙ্গালুরুতে বসবাস করতেন। কন্নড় ও তামিল টেলিভিশন অঙ্গনে তিনি অত্যন্ত পরিচিত মুখ। ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’, ‘নিনাদে না’, এবং ‘জিভা হুভাগিদে’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। 

নন্দিনীর এই আকস্মিক মৃত্যুতে দক্ষিণ ভারতের বিনোদনজগতে নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here