খালেদা জিয়ার মৃত্যুতে পুলিশ সার্ভিস অ‍্যাসোসিয়েশনের শোক

0
খালেদা জিয়ার মৃত্যুতে পুলিশ সার্ভিস অ‍্যাসোসিয়েশনের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ‍্যাসোসিয়েশন। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশের এসপি মো. আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় গণতন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠায় তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান স্মরণীয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দৃঢ়তা, সাহস ও দূরদর্শিতায় দেশ পরিচালনায় বিশেষ ভূমিকা রেখেছেন এবং একজন সফল নারী নেতৃত্বের প্রতীক হিসেবে বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here