ঝালকাঠিতে ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনে অটোরিকশা বিতরণ

0
ঝালকাঠিতে ভিক্ষাবৃত্তি থেকে পুনর্বাসনে অটোরিকশা বিতরণ

ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ঝালকাঠিতে অটোরিকশা বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে পৌর চত্বরে পাঁচটি পরিবারের হাতে এ অটোরিকশা তুলে দেওয়া হয়।

সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ আয়োজন করে জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়।

পরিবারগুলোর মাঝে অটোরিকশা তুলে দেন প্রধান অতিথি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক আল মামুন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীন। 

প্রত্যেক পরিবারকে ৭০ হাজার টাকা মূল্যের একটি করে অটোরিকশার পাশাপাশি খাবার ও কম্বলও দেওয়া হয়। যা তাদের দৈনন্দিন জীবনে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here