আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ১১ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ১৬ হাজার ৭৮৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ও ১০ দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।
তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন কম হচ্ছে। তবে প্রবাসী ভোটারের যে পরিমাণ নিবন্ধন হচ্ছে, এতে আমরা খুশি।
তিনি আরো বলেন, প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন। ৩১ ডিসেম্বর শেষ হওয়ার পর যতদ্রুত সম্ভব প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে।
জানা গেছে, গতকাল সোমবার মোট ১৩টি দেশে ৪০ হাজার ৪৭৪ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩৭ হাজার ৬১২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়। গত শনিবার সৌদি আরবে ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়।
এর আগে, গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়।
গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি ও সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।
সব মিলিয়ে গত ১১ দিনে মোট ৪ লাখ ১৬ হাজার ৭৮৩টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন।

