বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে চলছে গভীর শোক। বিসিবি ও বাফুফেসহ প্রায় সব ফেডারেশন শোক জানিয়েছে। এরই মধ্যে আজকের দিনের বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এবার ফেডারেশন কাপের দুই ম্যাচ স্থগিত রেখেছে বাফুফে।
আজ মঙ্গলবার ফেডারেশন কাপের দুটি ম্যাচ ছিল। খালেদা জিয়ার মৃত্যুতে দুই ম্যাচই স্থগিত করেছে বাফুফে।
আজ নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালের সূচি ছিল। সেই ফাইনালও আজ হবে না। পরবর্তী সময়ে এই খেলাগুলোর সূচি প্রকাশ করবে বাফুফে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত ক্রীড়ানুরাগী ছিলেন। খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা।

