অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপ সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে দল গুছিয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান সিরিজ সামনে রেখে সোমবারথেকে শুরু হয়েছে প্রাথমিক স্কোয়াড নিয়ে অনুশীলন। যেখানে আলাদা করে গুরুত্ব পাচ্ছে বোলিং ইউনিট।
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য কাজ করছেন স্পিনারদের নিয়ে। তবে সাবেক লঙ্কান এই ক্রিকেটার টাইগারদের দুই বিভাগের বোলিং নিয়েই ভালো করার চেষ্টার কথা জানিয়েছেন। মঙ্গলবার আফগানিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে মিরপুরে অনুশীলন করেছে জাতীয় দলের ক্রিকেটাররা।
বিশ্বকাপের আগে নিজেদের স্পিনারদের বৈচিত্র এবং টেকটিকস নিয়ে কাজ করার কথা বলেন হেরাথ, ‘স্পিনারদের জন্য কন্ডিশন কঠিন হলে চ্যালেঞ্জ তো অবশ্যই। এজন্যই আমরা বিশ্বকাপের আগে ভালো করে প্রস্তুতি নিচ্ছি। আমরা বৈচিত্র্য ও টেকটিকস নিয়ে কাজ করছি। পিচ থেকে সহায়তা না পেলে এগুলো কাজে লাগাতে হবে। বিশ্বকাপের উইকেটে স্পিনারদের তেমন সহায়তা নেই।’