হলিউড অভিনেতা আল পাচিনো এবার চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন। জানা গেছে, ৮৩ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতার ২৯ বছর বয়সী বান্ধবী নূর আলফাল্লাহ বর্তমানে গর্ভবতী। গর্ভাবস্থার অষ্টম মাসে রয়েছেন তিনি। খবর ডেইলি মেইলের।
এর আগে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে পাচিনোর সঙ্গে সম্পর্ক রয়েছে নূরের। ২০২২ সালে পাচিনোর ৮২তম জন্মদিনে প্রথমবার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তারকাকে। আর সম্পর্কের বছর এক না পেরোতেই এলো সুখবর। দু’জনের বয়সের পার্থক্য ৫৪ বছরের হওয়ায় সে সময় তুমুল সমালোচনার মুখেও পড়েন পাচিনো।