গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার ওপর আস্থা প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাস মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং ইসরায়েলকে চুক্তির শর্ত মানতে বাধ্য করার মতো ক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই রয়েছে।
কাসেম ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শারম আল-শেখ শান্তি কাঠামোর আওতায় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ইসরায়েল যেন তা পূর্ণাঙ্গভাবে মেনে চলে সে জন্য ওয়াশিংটনকে চাপ অব্যাহত রাখতে হবে। একমাত্র এই পথেই এই অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী এবং প্রকৃত শান্তি আসা সম্ভব।
তবে শান্তি আলোচনার সমান্তরালে গাজার মাঠপর্যায়ের চিত্র এখনো ভয়াবহ। হামাস মুখপাত্র অভিযোগ করেছেন, গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকায় এখন পর্যন্ত চারশ’ বিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রাণ হারানো এই ব্যক্তিদের মধ্যে বিশাল একটি অংশ নারী, শিশু এবং বয়স্ক মানুষ। যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হামাস।

