চলতি সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু

0

শুরু হলো একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এটি একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। 

বুধবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন প্রস্তাবিত বাজেট সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অধিবেশনে যে বাজেট দেওয়া হবে সেটি আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারের শেষ বাজেট। এ বছর শেষে একাদশ জাতীয় সংসদের ৫ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
  
এদিকে, সংসদের এ বাজেট অধিবেশনও অন্যান্য অধিবেশনের মতো করোনা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদেরকে আগেই করোনা পরীক্ষা করতে হয়েছে।

সভায় চলতি অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন করা হয়। স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী এই নাম ঘোষণা করেন। তারা হলেন, আ স ম ফিরোজ, তানভির শাকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজি, আনজুম সুলতানা। স্পিকার, ডেপুটি স্পিকার না থাকলে তালিকা অনুসারে সংসদে উপস্থিতির ভিত্তিতে তারা সভা পরিচালনা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here