বিশাল জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

0
বিশাল জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে রংপুর রাইডার্স।

আজ সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস মাত্র ১০২ রানে অলআউট হয়। নাইম শেখের ২০ বলে ৩৯ রানের ইনিংস শেষে আর কেউ দাঁড়াতে পারেননি। চট্টগ্রামকে গুটিয়ে দেওয়ার মূল কাজটা করেন রংপুরের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। ১৭ রান খরচায় তিনি নেন ৫ উইকেট।

লক্ষ্য তাড়ায় রংপুরের ওপেনার লিটন দাস ও ডেভিড মালান দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। লিটন ৩১ বলে ৪৭ রান করে আউট হন, ডেভিড মালান ৫১ রান করে ফিরেন। নুরুল হাসান সোহানের দল মাত্র ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পূর্ণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here